ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বাংলানিউজকে জানান, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলা ছাড়াও অন্য কোনো মামলায় অভিযুক্ত কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার (১০ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় মিছিল বের হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে অভিযুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।