ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় ২ জনসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় ২ জনসহ আটক ৫

ঢাকা: রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার সময় দুইজন ও গোপন তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে তাদের আটকের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি।



তিনি জানান, রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার সময় দুইজন ও গোপন তথ্যের ভিত্তিতে আরও তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  
এ সময় অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ায় পুরস্কার প্রদান সংক্রান্তে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।