ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে হরতাল-অবরোধে ১৭ মামলা, আসামি ১১৯৮

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
সিলেটে হরতাল-অবরোধে ১৭ মামলা, আসামি ১১৯৮

সিলেট: বিএনপিসহ কয়েকটি দলের হরতাল ও তিন দফা অবরোধে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সিলেট নগরের বিভিন্ন থানায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট আসামি এক হাজার ১৯৮ জন।

 

এর মধ্যে নাম উল্লেখপূর্বক ৩৮৬ জন এবং অজ্ঞাত ৮১২ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত ২৯ জনসহ মোট গ্রেপ্তার দেখানো হয়েছে ৫০ জনকে।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হরতাল ও তিন দফা অবরোধে তিনটি গাড়িতে অংগ্নিসংযোগ ও সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য।

হরতালে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মহানগর এলাকার চারটি থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এজাহারে নাম উল্লেখপূর্বক করে ৬৯ জন এবং অজ্ঞাত ৪৭০ জনকে আসামি করা হয়।  

জেলার চারটি থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় নাম উল্লেখপূর্বক ৭০ নেতাকর্মী এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়।

এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। আর তৃতীয় দফার অবরোধ শেষ হয়েছে শুক্রবার সকাল ৬টায়।  

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।