ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাকা ফেটে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
চাকা ফেটে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: ঘোড়াঘাটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আলমগীর হোসেন। পথেমধ্যে কলাবাড়ী এলাকায় পৌঁছলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বাসের চাকা ফেটে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনার পরপরেই রাস্তার পাশে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও চালক সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।