ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ মামলা, আটক ৪  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচ মামলা, আটক ৪  

সাভার (ঢাকা): শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে পাঁচটি মামলায় চার জনকে আটক করা হয়েছে।  

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

 

সারোয়ার আলম বলেন, এ পর্যন্ত অসন্তোষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। আর এসব মামলা চার জনকে আটক করা হয়েছে। এসব মামলায় ১৬ জন এজাহার নামীয় ও বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। অজ্ঞাত কত জন আসামি রয়েছেন তা এখনো বলা যাচ্ছে না।  

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।  

তিনি আরও জানান, কিছু বন্ধ কারখানাগুলোতে শ্রমিকরা চলে যান এবং বিশৃঙ্খলা তৈরি করেন। এমন ১০০টির মতো কারখানা অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে। তবে সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে এখানে এক হাজার ৭৯২টি কারখানার ভেতর ১৩০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু কিছু কারখানা সাধারণ ছুটি ছিল এগুলো আগামীকাল খুলে দেবে।  

তিন মামলায় অজ্ঞাত দেড় হাজার জন ও উসকানিদাতাদের আসামি করা হয়েছে বলে বাংলানিউজের কাছে তথ্য রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএফ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।