ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার দুই আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা: ২৮ অক্টোবর রাজনৈতিক দলের সমাবেশ চলাকালে রাজধানীর নয়াপল্টনে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

 

শনিবার (১১ নভেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত ফেনী ও চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তা করে র‍্যাব-৭ ও র‍্যাব-৫।  

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বলেন, গত ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত-পূর্বক গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর একটি দল।  

একই দিনে ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ এর একটি দল।  

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

গেল ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পর দিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।