ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের দুদিনে ১৪ যানবাহনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
অবরোধের দুদিনে ১৪ যানবাহনে আগুন

ঢাকা: বিএনপিসহ কয়েকটি দলের অবরোধ চলছে। ধারাবাহিক এ অবরোধে যানবাহনে আগুনের ঘটনা ঘটেই যাচ্ছে।

 

চতুর্থ দফার অবরোধে ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত- এ দুদিনে ঢাকাসহ সারা দেশে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, এ দুদিনে ১৪টি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।  

তিনি আরও জানান, রাজধানীতে আটটিসহ বিভিন্ন জেলায় এসব আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়েছে।

৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিটের পাশাপাশি ৭৭৬ কর্মী কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।