ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
সিরাজগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোল চত্বরের পাশে ধোপাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে মো. নুরুল আফসার (২৬) ও একই থানার লেদাপাড়া গ্রামের মৃত রেদুওয়ানের স্ত্রী মোছা. নুনু বেগম (৩৬)।

দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, ধোপাকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আসামি দু’জনের একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।