ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় লরির ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
তেঁতুলিয়ায় লরির ধাক্কায় শিশু নিহত

পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলায় ২৬ চাকার এক লরির ধাক্কায় মিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে।  

শনিবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাট পাড়া ধামনাগছ এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত শিশু মিম একই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।  

স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা শুনে মিম তার মায়ের সঙ্গে নানার বাড়িতে যায়। শনিবার সকালে নানার বাড়ি থেকে বের হয়ে একা সড়ক পার হওয়ার সময় একটি পণ্যবাহী ২৬ চাকার লরি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক লড়িটিকে (ঢাকা মেট্রো-ঢ ৮৪-০৪১৪) আটক করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।