ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার সতেরো উপজেলায় ট্রাকের ধাক্কায় মজিবর রহমান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে মজিবর বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরপরই স্থানীয়রা ট্রাকটি জব্দ করে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর জাহিদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।