ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী: রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্র গৌরহাঙ্গা রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাশেই রয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরহাঙ্গা রেলগেট গোরস্থান সড়কে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পার্কিং করে রাখা ছিল। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ করেই ওই সড়কে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই আশপাশের সড়ক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় ওই সড়কে থাকা লোকজন আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। জনবহুল সড়কটি মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সোহরাওয়ার্দী বলেন, মহানগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েই তারা ফোর্স নিয়ে সেখানে ছুটে যান। তবে দুর্বৃত্তরা কটকটেলের বিস্ফোরণ ঘটিয়েই পালিয়ে গেছে। ওই এলাকায় সিসিটিভি রয়েছে। এর ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করা হবে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।  

এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।