ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির এপিএস হলেন জিতু 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
রাষ্ট্রপতির এপিএস হলেন জিতু 

ঢাকা: রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু।  

বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

 

রংপুরের সাতমাথা খাসবাগ এলাকার সিরাজুল ইসলাম সিরাজ ও সৈয়দা মনিরা বেগমের সন্তান জিতু। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) তাকে নিয়োগ দেওয়া হয়েছে।  

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন হায়দার মোহাম্মদ জিতুকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।