ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর হাইওয়ে পুলিশের থানার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। তবে হানিফ পরিবহনের এ বাসটিতে কোনো যাত্রী ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। তবে এটি নাশকতা, না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।  

হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কে ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।