ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘পেঁয়াজের প্রণোদনা দ্বিগুণ করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
‘পেঁয়াজের প্রণোদনা দ্বিগুণ করা হবে’

কুষ্টিয়া: মেহেরপুর জেলার সদর উপজেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনী মাঠ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। এসময় তিনি প্রকল্পভুক্ত ও স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে স্থাপিত এ প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন তার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মাহবুবুল হক পাটওয়ারী, যুগ্ম সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মোহাম্মদ এনামুল হক, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদ, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক সুরজিৎ সাহা রায়, মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার প্রমুখ।

কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় আমরা যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আগামীতে আমরা পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবো।

তিনি আরও বলেন, আগামী বছর থেকেই পেঁয়াজ উৎপাদিত হয় এমন জেলাগুলোতে পেঁয়াজের প্রণোদনা দ্বিগুণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।