ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ার অনুমোদন

ঢাকা: নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করতে জয়িতা ফাউন্ডেশন আইন ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জয়িতা ফাউন্ডেশন যেটি আছে সেটি কোম্পানি আইনের আওতায় রেজিস্ট্রিকৃত। এটিকে এখন পুরোপুরি নিজস্ব আইনের আওতায় করা হয়েছে এবং সংবিধিবদ্ধ আইনের আওতায় করা হচ্ছে। এটার নাম দেওয়া হচ্ছে জয়িতা ফাউন্ডেশন আইন ২০২৩। এ আইনের খসড়া মন্ত্রিসভা আজকে নীতিগত অনুমোদন দিয়েছে৷

তিনি বলেন, এ আইনে বলা হয়েছে সেখানে একটি পরিচালনা পরিষদ থাকবে। সে পরিচালনা পরিষদের সভাপতি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী। ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। তিনি হবেন সেটির সদস্য সচিব। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সরকার নারী উদ্যোক্তাদের নিয়ে এটার বোর্ড গঠিত হবে। এটা মূলত চেষ্টা করবে নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করা। একই সঙ্গে যারা নারী উদ্যোক্তা হচ্ছেন তাদের সব রকমের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে এ ফাউন্ডেশন কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
জিসিজি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।