বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
এজেন্ট আউটলেটের ম্যানেজার মো. নাইম রাকিব বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার (২৯ নভেম্বর) সকালে গিয়ে দেখি সাটারের সব তালা ভাঙা। ভেতরের ভোল্ট ভাঙা। ভোল্টে থাকা ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নেই। চোরদের খুঁজে বের করে টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান তিনি।
এদিকে খবর পেয়ে বুধবার বিকেলে মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান ও মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পরির্দশন করেছি। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ব্যাংকের এজেন্ট আউটলেটে টাকা রাখা কতটা যৌক্তিক সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
জেএইচ