ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচপুর ব্রিজের নিচে মিলল অচেতন যুবক, হাসপাতালে মৃত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
কাঁচপুর ব্রিজের নিচে মিলল অচেতন যুবক, হাসপাতালে মৃত ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের নিচ থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সে মৃত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বয়স ৩৫ বলে ধারণা করা হচ্ছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ নামে এক ব্যক্তি জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ মন সময় রক্তাক্ত জখম অবস্থায় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে আলোচনা করে ডেথ সার্টিফিকেট দিয়ে মরদেহ শাহবাগ পাঠিয়ে দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।