ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ফিরেছেন সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
টেকনাফে ফিরেছেন সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকরা

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে সেন্ট মার্টিনে আটকা পড়া সাড়ে চারশো পর্যটককে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে আটকা পড়া পর্যটকদের টেকনাফে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, সকাল ১১টার পর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন পথে নৌযান চলাচলে কোনো বাধা নেই।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, এখন এ রুটে তিনটি জাহাজ চলাচল করছে। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় গ্রিন লাইন-১, ভাষা শহীদ সালাম, এস টি সুকান্ত বাবু ও কেয়ারি সিন্দাবাদ নামের আরও চারটি পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রয়েছে।

দ্বীপে পর্যটক আটকে পড়ার কথা জানিয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বেড়াতে এসে সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে আটকে পড়েছিলেন সাড়ে চার শতাধিক পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ তারা টেকনাফে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।