ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
পানছড়িতে ইয়াবাসহ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবাসহ সৈকত পাটোয়ারী (২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈকত পাটোয়ারী পানছড়ির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে ডিউটি চলাকালীন পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সৈকত পাটোয়ারীকে তল্লাশি করে তার কাছে ৬৪০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, সৈকত পাটোয়ারীর নামে মামলা করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।