জামালপুর: জামালপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। এসময় পেঁয়াজের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) ১২টার দিকে শহরের শফি মিয়ার বাজার ও বানিয়া বাজারে অভিযান চালানো হয়। এছাড়া কয়েকটি দোকান পরিদর্শন শেষে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। এসময় তার সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম