ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরের এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
শিবচরের এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত ১ প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে গাড়িচাপায় আব্দুল ওহাব শেখ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত আব্দুল ওহাব শেখ উপজেলার সন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদরাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন আব্দুল ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি পরিবহন (অজ্ঞাত) তাকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পড়েই তার মৃত্যু হয়।  

রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষণ পড়েই তিনি মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।