ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় যাত্রাবিরতি করলেন ভুটানের ‘কুইন মাদার’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
ঢাকায় যাত্রাবিরতি করলেন ভুটানের ‘কুইন মাদার’

ঢাকা: ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ‌্যায় ট্রানজিটকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন ভুটানের রানী।

বিমানবন্দরে রানী ও তার রাজকীয় পরিবারের প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সংসদ সদস‌্য নাহিদ এজাহের খান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রানী তার রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানান। ঢাকায় ট্রানজিটের সময় সব ব্যবস্থা করার জন্য রানী আন্তরিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।