ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের প্রভাব নেই সড়কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
অবরোধের প্রভাব নেই সড়কে সড়কে সিগন্যালে আটকে আছে বাস, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন

ঢাকা: টানা তিনদিন ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের প্রচারণার পর সারাদেশে অবরোধ পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা এ অবরোধ চলবে রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো দেশের প্রতিটি জেলায় তাদের নেতাকর্মীদের সক্রিয় থাকার বার্তা দিলেও রাজধানীতে এর কোনো প্রভাব দেখা যায়নি। বরং সড়কে স্বাভাবিকভাবেই বাস, সিএনজি, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে।

এদিন সকালে রাজধানীর মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, পুরান পল্টন, গুলিস্তান ঘুরে দেখা যায়, সড়কে নির্বিঘ্নেই চলাচল করছে সব ধরনের যানবাহন। এমনকি গুলিস্তান এলাকায় যানজটও দেখা গেছে। গুলিস্তানের বিভিন্ন মোড়ের সিগনালে আটকে যানবাহনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে অন্যান্য রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। গুলিস্তান ছাড়া অন্য কোনো সড়কে যানজট দেখা যায়নি।

বিজয় এক্সপ্রেস বাসের হেলপার নাদিম বলেন, স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। অবরোধের কারণে প্রাইভেট কার কিছুটা কম নেমেছে রাস্তায়। যার কারণে রাস্তা ফাঁকা। তবে গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

একই কথা বলেন মিডলাইন পরিবহনের হেলপার ইমরান। তিনি বলেন, সব গাড়িই চলছে। কোনো অবরোধ নেই। তবে যাত্রী কিছুটা কম। তাই গণপরিবহন ও রাস্তা অন্যান্য সময়ের তুলনায় ফাঁকা।

বেসরকারি চাকরিজীবী শাকিল আহমেদ বলেন, রাস্তা কিছুটা ফাঁকা। তবে সব ধরনের যানবাহন চলছে। অবরোধ নেই বললেই চলে। রাস্তায় বিএনপির কোনো মিছিল দেখিনি।

এদিকে অবরোধের আগের দিন শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। যার কারণে অবরোধে রাজধানীর সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।