ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
কাশিয়ানীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আকছিন গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে মো. আমজাদ হোসেন পারভেজ (৩৫) ও একই থানার মান্দারপুর গ্রামের মেকা. শাহিন মিয়ার ছেলে মো. মাহাবুর রহমান (২৪)।  

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পাশে যাত্রী ছাউনির সামনে একটি পিকআপভ্যানে তল্লাশি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পিকআপভ্যানে থাকা পারভেজ ও মাহাবুরকে আটক করা হয়। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।