ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ধরা পড়ল ৩টি শাপলাপাতা মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
হাতিয়ায় ধরা পড়ল ৩টি শাপলাপাতা মাছ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে দেড় মণ ওজনের তিনটি শাপলাপাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়।

 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। তখন মাছগুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় করে।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু জানান, সাতদিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। বুধবার সকালে ৭২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।  

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল জানান, গভীর সাগরে সামছু মাঝির জালে তিনটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর বুধবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। তিনটি মাছের মধ্যে একটি ৫০ কেজি, আরেকটি ৬০ কেজি ও অন্যটি ৬১ কেজি ওজনের ছিল। তিনটি মাছের মোট ওজন ১৭০ কেজি হয়। ১৬ হাজার টাকা মণ ধরে মাছ তিনটি বিক্রি করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা নিষিদ্ধ। এই মাছ ধরার ক্ষেত্রে জেলেদের নিরুৎসাহিত করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।