ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় যাওয়ার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় যাওয়ার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

নওগাঁ: নওগাঁয় ছুরিকাহত হয়েছেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল।

শনিবার ( ৩০ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

 

এঘটনায় শামীম হোসেন সামি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এবং গুরুতর আহত অবস্থায় চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, সকালে চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাহতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। আটক যুবকের বাড়ি নাটোর জেলায়। এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

নওগাঁ-৫ আত্রাই- রানীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক জানান, নির্বাচনের শুরু থেকেই চৌধুরী গোলাম মোস্তফা বাদল আমাকে সমর্থন করে আসছেন। আজকেও একটি প্রচারণায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু পথেই তিনি ছুরিকাহত হন। বিষয়টি আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।