ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মো. মনিরুজ্জামান মুন্সি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মুন্সি নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনা ঘটে।

মো. মনিরুজ্জামান মুন্সী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত আলী মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ বলেন, মো. মনিরুজ্জামান মুন্সি গোয়ালন্দ ঘাট থানায় ডিএসবিতে কর্মরত ছিলেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ব্যাডমিন্টন খেলার সময় তার বুকে ব্যথা শুরু হয়। এতে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।