চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আসমানখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আসমানখালী বাজারে পান ও পাটকাঠির হাটে এ আগুন লাগে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুণ্ডলি দেখা যায়। সেই আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাটকাঠির বাজারে। বাজারের বিভিন্ন জায়গাজুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দুটি করে মোট ৪টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও কয়েকটি ইউনিট ডাকা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটকাঠির গাদা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও আগুন যাতে লোকালয় বা পান বরজে ছড়াতে না পারে সেজন্য চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরএ