ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল প্রধান (৩২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ার দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়া সৈয়দ আহমেদ কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানায়, রাতে বন্ধুর বাইক নিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার যায় রাসেল। ফেরার পথে বকচর এলাকায় তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।