ঢাকা: বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কানাডা সরকারের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি।
এ নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডার নাগরিকদের মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।
সোমবার (৮ জানুয়ারি) ঢাকার কানাডার হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি।
পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের দেওয়া মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।
৭ জানুয়ারি নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন বিদেশি পর্যবেক্ষকরা। সেখানে কানাডা থেকে আসা দুজন প্রতিনিধি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
টিআর/আরএইচ