ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিক্সনের জয়ে ‘খিচুড়ি পার্টি’, খেয়ে ৭ জন ঢাকা মেডিকেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
নিক্সনের জয়ে ‘খিচুড়ি পার্টি’, খেয়ে ৭ জন ঢাকা মেডিকেলে

ফরিদপুর: দ্বাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিজয় উপলক্ষে খিচুড়ির আয়োজন করে সমর্থকরা। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুরের চর মানাইর ইউনিয়নের কাজীকান্দি গ্রামে বজলু কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিরা হলেন- বজলু কাজী (৬০), তার স্ত্রী আমেনা বেগম (৫০), ছেলে আশিক কাজী (১৫), চাচাতো ভাই ইলিয়াস কাজী (৫০), জাকির কাজী (৪৫), মনির কাজী (৫০) ও সারোয়ার কাজী (৪৫)।

ঢাকা মেডিকেলে স্টোমাক ওয়াশ করানোর পর মনির কাজী জানান, নিক্সনের বিজয় উপলক্ষে সকালে বজলু কাজীর বাড়িতে ৫০-৬০ জনের জন্য খিচুড়ি রান্না করেন। খিচুড়ি খেয়ে নিক্সনের সঙ্গে দেখা করতে যাবেন। নিজেদের বংশের সব লোকজন একত্রে বসে সেই খিচুড়ি খান। এরপর বাড়ি থেকে রওনা দিয়ে কিছু দুর এলে সবার মাথা ব্যাথা, বমি, পেট ব্যাথা শুরু হয়।
পরে একেএকে সবাই অসুস্থবোধ করতে থাকেন।  

অবস্থা বেগতিক বুঝতে পেরে তাদের শিবচর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠিয়ে দেন।

বজলু কাজীর মেয়ে সাথী আক্তার জানান, তার মা আমেনা বেগম যখন রান্না করছিলেন এরপর কেউ হয়তো রান্নায় কিছু মিশিয়ে দিয়েছিলেন। যার কারণে সেই খিচুরি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সাত জনকেই স্টোমাক ওয়াশ করানো হয়েছে। এরপর তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।