ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেসে আগুন

শ্বাসনালি পোড়া হালিমা লাইফ সাপোর্টে, তিনজনকে ছাড়পত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
শ্বাসনালি পোড়া হালিমা লাইফ সাপোর্টে, তিনজনকে ছাড়পত্র

ঢাকা: ‘রাজধানীর গোপিবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালি পোড়া নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের মধ্যে হালিমা (৬০) নামের এক নারী লাইফ সাপোর্ট রয়েছেন। এছাড়া অন্য নয়জনের মধ্যে মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে’।



মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বাংলনিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপিবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ধাপে ধাপে বার্ন ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়। এদের তেমন দগ্ধ না হলেও সবারই শ্বাসনালি পোড়া ছিল। তাই সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ১০ জনের মধ্যে আগে থেকেই অ্যাজমা আক্রান্তের পাশাপাশি ট্রেনের আগুনের ঘটনায় শ্বাসনালি পোড়া হালিমা নামের এক নারীকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বাকি নয়জনের মধ্যে আজকে তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। বাকিরা এখনও ভর্তি আছেন তাদের ইমপ্রুভ হচ্ছে।

এছাড়া ঘটনার পরের দিন মুগদা হাসপাতাল থেকে হালিমাসহ দুইজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন। ওই দুইজনকে নিয়ে ট্রেনের আগুনের ঘটনায় মোট ১০ জনকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ হালিমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গায়। হালিমা গৃহিণী আর তার স্বামী আহমেদ গাজী তেমন কিছু করেন না।

হালিমার ছেলে রাসেল উদ্দিন সোহাগ জানান, ওইদিন তার মা একাই ট্রেনে করে গ্রাম থেকে ঢাকায় আসছিলেন মুগদার মান্ডায় হালিমার ভাগনির বাসায় বেড়াতে। ভাগনির বর তাকে নেওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেনে আগুন লাগার পর ধোঁয়ায় তার শ্বাসনালি পুড়ে যায়। ট্রেনটি থামার পর তিনি সেখান থেকে বের হন। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে মোবাইলফোন বের করে এরপর এক মেয়ে তাদের ঘটনাটি জানান। এর কিছুক্ষণ পর সেখানে অপেক্ষারত ভাগনির বর তাকে খুঁজে পান এবং মুগদা হাসপাতালে নিয়ে ভর্তি করান।

তিনি আরও বলেন, আমার মায়ের শরীরের কোথাও বাহ্যিক দগ্ধ হয়নি। তবে ধোঁয়ায় তার শ্বাসনালি পুড়ে গেছে।

এর আগে  শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপিবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন।

আরও পড়ুন>>>

বেনাপোল ট্রেনে আগুন: ৮ জনেরই শ্বাসনালি পোড়া

বেনাপোল এক্সপ্রেসে আগুন, বার্ন ইনস্টিটিউটে আরও ২ জন

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।