ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

‘পুরোনোদের কথা বলতে পারব না, নতুনদের অনেকেই ভালো’

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
‘পুরোনোদের কথা বলতে পারব না, নতুনদের অনেকেই ভালো’ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ‘মন্ত্রীসভার পুরোনোদের কথা বলতে পারব না, তবে নতুনদের অনেকেই ভালো’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আপনিতো অনেকগুলো মন্ত্রিসভা দেখেছেন, এবারের মন্ত্রিসভা নিয়ে আপনার মন্তব্য কী? 

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরোনোদের কথা বলতে পারব না, নতুনদের অনেকেই ভালো।

নতুন মন্ত্রিসভার কাছে প্রত্যাশা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রত্যাশা সবসময়ই ভালো। নইলে এই অবস্থা থাকতো না। আরও অশান্ত থাকতো। দেশের জন্য রক্ত দিয়েছি, দেশের ভালোই চাই। অনেকেই অনেক কথা বলেন, তবে তারা রক্ত দেননি। '

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এইচএমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।