ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, মেম্বারের স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
বাগেরহাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, মেম্বারের স্বামী আটক

বাগেরহাট: বাগেরহাটে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারী ইউপি সদস্যের (মেম্বার) স্বামীসহ দুজনকে আটক পুলিশে দিয়েছেন স্থানীয়রা।  

শনিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার শুকদারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজনের নামে মামলা হয়েছে।  

আটক দুজন হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে আজমল হোসেন (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা এলাকার সাহেব আলীর ছেলে আরাফাত শেখ (৩০)। এর মধ্যে আরাফাত কোস্টগার্ডের পোশাক পরা ছিলেন। আজমল সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্যের স্বামী।

স্ত্রী ইউপি সদস্য হওয়ায় এলাকায় অন্যায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা অপরাধে জড়িত রয়েছেন আজমল হোসেন।  

পুলিশ জানায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সিয়াম ও সালমান নামে দুই ভ্যানচালক গ্রাম থেকে ভাঙারি মালপত্র কিনে শুকদারা যাচ্ছিলেন। পথে ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে পৌঁছালে আজমল হোসেন ও আরাফাত নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ভ্যানচালকদের আটকে রেখে ভ্যানের মালামাল নিয়ে শুকদারা বাজারে বিক্রি করতে যান তারা। এসময় সন্দেহ হলে শুকদারা বাজারের ব্যবসায়ীরা আজমল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের মুখে আরাফত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় ভ্যানচালক সালমানের ভাই রুপসা উপজেলার রামনগর এলাকার মো. হেলাল বাদী থানায় মামলা করেছেন।  

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশি কান্ত সরকার বলেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভ্যানচালকদের আটকে মালামাল নিয়ে বিক্রির সময় দুজনকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশকে খবর দেন। পরে আমরা তাদের আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। অভিযুক্ত দুজন আগেও বিভিন্ন অপরাধ করেছেন বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা,  জানুয়ারি  ১৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।