ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই সাহাদুলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই সাহাদুলের মৃত্যু

মেহেরপুর: গাংনী উপ‌জেলার কল্যাণপুর গ্রা‌মে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনজমুর সাহাদুল ইসলাম (৫০) মারা গেছেন।  

শনিবার (২০ জানুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাহাদুল ইসলাম কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে।

জানা গেছে, গত বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বাড়ির পাশে খড়কুটা জ্বালিয়ে সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

পরিবারের লোকজন জানান, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেওয়া হয়েছিল। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।