ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির সংলগ্ন গহীন বনে আরসার আস্তানায় অভিযান চালিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, শতাধিক গোলাবারুদসহ ৩ আরসা সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।

আটক ৩ আরসা সদস্য হলেন- মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন।

গহীন বনের লাল পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীটির আস্তানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বেশ কিছু আরসা সদস্য ক্যাম্পের বাইরে গহীন বনে আস্তানা গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, বিপুল গোলাবারুদসহ ৩ আরসা সদস্যকে আটক করা হয়।

ক্যাম্পেগুলোতে আরসাবিরোধী অভিযান জোরদার হওয়ায় তারা গা ঢাকা দিতে প্রায় একমাস ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ক্যাম্পে ঢুকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুনরায় পাহাড়ে চলে আসে। বড় ধরনের কোনো নাশকতার চালানোর জন্যই তারা আস্তানা তৈরি করেছিল।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪,
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।