ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
গাজীপুরে ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হলেন- শরিয়তপুরের জাজিরা এলাকার জব্বার আলী (৬০)।

এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার রতনপুর লেভেলক্রসিং এলাকায় কলা বিক্রি করতেন জব্বার আলী। বিকেলে তিনি হেঁটে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময়  ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পরচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার মরদেহ তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মরদেহ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।