ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সাতদিন পর মো. আব্দুল মোত্তালেব মিয়া (৮১) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আব্দুল মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা।  

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোত্তালেব মিয়া গত ২৫ জানুয়ারি নিজের বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দুদিন পর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।