ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যাক্তির নাম মো. মিতু মিয়া। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে।  

আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাসে থাকা মিতু মিয়ার মৃত্যু হয়। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।