ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

কম দামে মাংস বিক্রি করায় হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
কম দামে মাংস বিক্রি করায় হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা: রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে হত্যায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, আলোচিত রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় মামুন হোসেনের হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মিজানুর রহমান খোকনকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন।

হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।