ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত

রাঙামাটি: কর্মী হত্যার প্রতিবাদে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধাবেলা হরতাল পালিত হয়েছে।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও উপজেলা শহরে যানবাহন চলাচল করেছে।

তবে অবরোধের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাজেকের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইউপিডিএফের কর্মীরা অবরোধ পালনের লক্ষ্যে অবস্থান নিয়েছিল।  

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইউপিডিএফ সাজেকে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিলেও হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা অবরোধ পালন করেছে।

এদিকে ইউপিডিএফের কর্মী হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সাজেক থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা একটি হত্যা মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল।

গত ৪ ফেব্রুয়ারি দুপুরে সাজেকের মাচালং ব্রিজ এলাকায় একদল মুখোশধারী সন্ত্রাসী চায়ের দোকানে বসে থাকা দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর থেকে পুরো সাজেক এলাকাসহ পর্যটকদের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

** বুধবার সাজেকে সকাল-সন্ধ্যা অবরোধ

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।