ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিগন্যাল সিস্টেমে ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, যাত্রীদের অসন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
সিগন্যাল সিস্টেমে ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, যাত্রীদের অসন্তোষ

ঢাকা: যানজটের নগরীতে স্বস্তি হয়ে এসেছিল মেট্রোরেল। কিন্তু ঢাকা মেট্রোরেলই যেন এখন অস্বস্তির কারণ হয়ে উঠছে যাত্রীদের।

সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মেট্রোরেল শিডিউল মতো চলছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিডিউলে সকাল ৮টা থেকে ট্রেন চলাচলে ১০ মিনিট বিরতির কথা থাকলেও ১৫-২০ মিনিট বিরতিতে ট্রেন আসছে বলে জানিয়েছেন যাত্রীরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলামও বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সকালে মেট্রোরেলে নিয়মিত চলাচলকারী একুশ তপাদার বলেন, আজ সকাল থেকে দুইটা লাইনে লেট ১০/১৫ মিনিট বেশি করে। মতিঝিল টু উত্তরা উত্তর একদম অচল অবস্থা। ২৫ মিনিট পর পর এত ঘন ঘন সমস্যা হলে মুশকিল।

মফিজুর রহমান নামের আরেক যাত্রী বলেন, নিয়মিত সমস্যা হলে মেট্রোরেল যাত্রীদের আস্থা হারাবে।

সকালে ট্রেন চলাচল শুরু পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। বরং ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে। ’

এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

এর গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এনবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।