ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছেলে হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ছেলে হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামলেন মা

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইসরাফিল মোল্যা (৫০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এলাকাবাসীর আয়োজনে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন-নিহতের বৃদ্ধ মা কদভানু, স্ত্রী রোজিনা বেগম, মেয়ে মিতা খানম, মাতব্বর গোলাম মোস্তফা নিপু, পিকলূ মোল্যাসহ অনেকে।

বক্তারা, অবিলম্বে ইসরাফিল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরেরও দাবি জানান তারা।

গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে কৃষক ইসরাফিল মোল্যা নিহত হন। এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় মামলাটি করেন। পুলিশ এখন পর্যন্ত ওই মামলায় দুইজন আসামি গ্রেপ্তার করেছে বাকিরা পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।