ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৫ কোটি টাকার আইস-হেরোইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
সাতক্ষীরায় ৫ কোটি টাকার আইস-হেরোইন জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরার দক্ষিণ হাড়দ্দায় অভিযান চালিয়ে পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের আইস ও হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।

নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল দক্ষিণ হাড়দ্দা নামক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় আইস ও এক কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।