ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে বালু উত্তোলনকালে মিলল মর্টারশেল

  সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
জাফলংয়ে বালু উত্তোলনকালে মিলল মর্টারশেল

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলনকালে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পার নামক স্থান থেকে এ মর্টারশেল উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্র জানায়, এক শ্রমিক বালতি দিয়ে বালু উত্তোলনের সময় মর্টারশেলটি নদীগর্ভ থেকে তীরে নিয়ে আসেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টারশেল পেয়ে পুলিশকে খবর দেন।  

পরে মর্টারশেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নেওয়া হয়। এটি ধ্বংসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সেনাবাহিনীর সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।