ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কামরাঙ্গীরচর নোয়াগাঁ মুন্সিহাটিতে এ ঘটনা ঘটে। আগুন নেভানো হয় রাত ১১টা ২৫ মিনিটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকায় প্লাস্টিকের দানা ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত সেখানে কোনো আহত বা নিয়তের ঘটনা ঘটেনি। সম্পূর্ণ আগুন নিভে যায় রাত ১১টা ২৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।