ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে প্লাস্টিক কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
সিদ্ধিরগঞ্জে প্লাস্টিক কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার স্থাপন করায় প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

সামিয়া প্লাস্টিক নামের একটি কারখানার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে র‌্যাব-১১, ডিপিডিস, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম অভিযানে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।