ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নারায়ণগঞ্জে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: কাগজপত্রহীন অবৈধ তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করেছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় আরও চারটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে খানপুর এলাকার আয়েশা ডায়াগনস্টিক সেন্টার, ইমন ডায়াগনস্টিক সেন্টার ও মেডিএইড নামে তিনটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। সতর্ক করা হয় গ্যাস্ট্রোলিভ, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, আকিজ ডায়াগনস্টিক সেন্টার ও বন্দরের কদমরসূল ডায়াগনস্টিক সেন্টারকে।

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।