ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিষ্টিতে কাপড়ের রং, ময়মনসিংহে ‘মিষ্টি কানন সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
মিষ্টিতে কাপড়ের রং, ময়মনসিংহে ‘মিষ্টি কানন সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: মিষ্টিতে ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং ব্যবহার করায় নগরের দুর্গবাড়ী রোডের মিষ্টি কানন সুইটস নামে একটি প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করেন।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন বাংলানিউজকে জানান, মিষ্টি কানন সুইটসের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছেন। এসময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের মিষ্টিতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ে দেওয়ার রং পাওয়া যায়। এজন্য এ জরিমানা করা হয়।  

তিনি আরও জানান, খাদ্য তৈরি ও বিপণনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আসন্ন রমজান মাস জুড়ে এমন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।