ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাইফুল (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।

এ ঘটনায় উভয় পক্ষের আহতদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

স্থানীয়দের বরাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখল-বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিও হয়। তখন উভয়পক্ষের ১০ জনেরও বেশি আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।  

ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। এছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সুকান্ত চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।